বিখ্যাত কিছু মনীষীর উপদেশ/বাণী

· স্বপ্ন সেটা নয় যেটা মানুষ , ঘুমিয়ে ঘুমিয়ে দেখে ; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা , মানুষকে ঘুমাতে দেয় না -এ পি জে আব্দুল কালাম · অর্থ মানুষকে পিশাচ করে তুলে , আবার অর্থই মানুষকে মহৎও করে তুলে – ক্যাম্বেল · যে যাই বলুক , তুমি তোমার নিজের পথে চল – দান্তে · কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু – দাওয়ানী · সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য্য চেষ্টা – প্লুটাস · টাকা পয়সাহীন মানুষ তীরহীণ ধনুকের মত – টমাস ফুলার · পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় – এডওয়ার্ড ইয়ং · যাকে শ্রদ্ধা করা যায় না , তাকে হৃদয় দিয়ে ভালবাসাও যায়...